সেনা অভিযান টের পেয়ে তিন তলা থেকে লাফ, মগ লিবারেশন পার্টি সশস্ত্র প্রধান নিহত

সেনা অভিযান টের পেয়ে তিন তলা থেকে লাফ, মগ লিবারেশন পার্টি সশস্ত্র প্রধান নিহত

সেনা অভিযান টের পেয়ে তিন তলা থেকে লাফ, মগ লিবারেশন পার্টি সশস্ত্র প্রধান নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি শহরের শান্তিনগরে সেনা অভিযানের সময় তিনতলা থেকে লাফিয়ে পড়ে মগ লিবারেশন পার্টির সশস্ত্র শাখার প্রধান কংসাই (৩৪) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে শান্তিনগর ব্র্যাক অফিস সংলগ্ন রঞ্জিত দে’র বাসায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালালে এ ঘটনা ঘটে।

নিহত কংসাই মানিকছড়ি উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে শান্তিনগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সেনা অভিযান টের পেয়ে তিনি ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন শাইয়েন কাদিরের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় সেনা সদস্যদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর অভিযানের হাত থেকে বাঁচতে কংসাই পাশের বাড়ির কচু বাগানে লাফিয়ে পড়ে আহত হন। পরে তাকে আটক করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু ঘটে।

প্রসঙ্গত, মগ লিবারেশন পার্টি দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed