খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে একজন স্থানীয় সন্ত্রাসী গ্রেফতার এবং শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিহত হয়েছেন।

সেনাবাহিনী জানায়, ভোর ৬টায় সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ির গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক সন্ত্রাসীকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিনগরে কংচাই মারমাকে আটক করতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পালানোর সুযোগ না পেয়ে তিনি ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।

অভিযানস্থল থেকে ১টি ৯ মি.মি. পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্তুজ এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, কংচাই মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি এলাকায় অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

1 thought on “খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Comments are closed.

You may have missed