চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলা, ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলা, ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিজিবির ওপর হামলা, ফেনসিডিলসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় স্থানীয় মবের হামলার শিকার হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাখেরআলী বিওপি এলাকার ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন এক আমবাগানে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে পালিয়ে যাওয়া কয়েকজনের মধ্যে সাজিদ আহম্মেদ টুটুলকে আটক করা হয়। তবে আটককালে তার সহযোগীরা স্থানীয় লোকজনকে জড়ো করে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

অভিযানস্থল থেকে ১৫২ বোতল ফেনসিডিল, একটি খালি মদের বোতল, ৫টি মোটরসাইকেল এবং ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একাধিক রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক টুটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা বাড়ায় বিজিবি অভিযানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।