ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলে ইউপিডিএফ ফিল্ড কমান্ডারের ছেলে চিম চিম্যা চাকমা!
![]()
নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। সেখানে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে প্রার্থী করা হয়েছে চিম চিম্যা চাকমাকে।
এই নাম ঘোষণার পরপরই উঠে এসেছে নানা প্রশ্ন। কারণ, চিম চিম্যা চাকমা হলেন পার্বত্য চট্টগ্রামের চুক্তি বিরোধী আলোচিত আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সামরিক বিভাগের বর্তমান ফিল্ড কমান্ডার রঞ্জন মনি চাকমা (আদি) ও উন্মনা চাকমার ছেলে। চিম চিম্যা চাকমার মা একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন বলে জানা যায়।
রঞ্জন মনি চাকমার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ। ২০১৮ সালের ১১ এপ্রিল নানিয়ারচরে কালুময় চাকমাকে বাসা থেকে তুলে নিয়ে পুড়িয়ে হত্যা, একই বছরের ৩ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যাকাণ্ড এবং ১৮ জুলাই বাঘাইছড়িতে সংস্কারপন্থী জেএসএস কর্মী বন কুসুম চাকমা হত্যাসহ বিভিন্ন মামলায় তার নাম উঠে এসেছে। এসব মামলায় তিনি পলাতক আসামি এবং কারাদণ্ডপ্রাপ্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, রঞ্জন মনি চাকমা ওরফে আদি বাবুর বাড়ি নানিয়ারচর উপজেলার খামার পাড়া এলাকায় হলেও দলীয় কর্মকান্ডের কারনে বর্তমানে তিনি সাজেকে অবস্থান করছেন এবং সেখান থেকেই চাঁদাবাজি, অপহরণ, খুন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
এমন একটি বিতর্কিত পটভূমি থাকা পরিবারের সন্তানকে জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ডাকসুর নির্বাচনী প্যানেলে স্থান দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে ছাত্র রাজনীতির স্বচ্ছতা যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি ঢাকার মতো ঐতিহাসিক ও সংবেদনশীল শিক্ষাঙ্গনে পাহাড়ি আঞ্চলিক সংঘাত ও সশস্ত্র রাজনীতির ছায়া পড়তে পারে।
শঙ্কার জায়গা এখানেই যে, যদি চিম চিম্যা চাকমা নির্বাচিত হয়ে ডাকসুর মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে প্রবেশ করেন, তবে তার পেছনের বিতর্কিত যোগাযোগ ও প্রভাব ব্যবহার করে পাহাড়ের বিবাদমান বিষয়গুলো জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এতে শুধু ছাত্ররাজনীতিই নয়, বরং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার। সেই প্রেক্ষাপটে ডাকসুর নেতৃত্বে যদি সশস্ত্র গোষ্ঠী-সংশ্লিষ্ট পরিবারের প্রভাবিত প্রার্থী জায়গা করে নেয়, তবে তা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতন্ত্রের জন্যও অশনি সংকেত হয়ে দাঁড়াবে।
এখনই প্রশ্ন উঠছে—জাতীয় রাজনৈতিক দলগুলো এমন প্রার্থীকে সামনে এনে আসলে কী বার্তা দিচ্ছে? এটি কি ছাত্র রাজনীতিকে কলুষিত করার নতুন কৌশল, নাকি ভিন্ন কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির অঙ্গ?
বিশেষজ্ঞরা মনে করছেন, ডাকসুর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা জরুরি। অন্যথায় এ নির্বাচন শুধু শিক্ষার্থীদেরই নয়, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনাকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
1 thought on “ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলে ইউপিডিএফ ফিল্ড কমান্ডারের ছেলে চিম চিম্যা চাকমা!”
Comments are closed.