‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ এ বাংলাদেশ জাতীয় হকি দলের অংশগ্রহণ উপলক্ষ্যে জার্সি উন্মোচন
![]()
নিউজ ডেস্ক
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিতব্য ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ রবিবার (২৪ আগস্ট) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বাংলাদেশসহ এশিয়ার মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো: ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে মালয়েশিয়া, কোরিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে যুব বিশ্বকাপ প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি গত ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের উদ্দেশে বলেন, শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় হকি দল এবারের আসরে সন্তোষজনক ফলাফল অর্জন করবে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।