সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম।
সভায় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. শাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মনজিলা ঝুমা ও জয়া ত্রিপুরা, গুইমারা থানার ওসি মো. এলামুল হক চৌধুরীসহ সামরিক, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আব্দুল জলিল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আক্তারুজ্জামান ফারুক।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।