সেনাবাহিনীর উদ্যোগে লংগদুতে ফুটবল একাডেমির উদ্বোধন, প্রীতি ম্যাচে সদর একাদশের জয়

সেনাবাহিনীর উদ্যোগে লংগদুতে ফুটবল একাডেমির উদ্বোধন, প্রীতি ম্যাচে সদর একাদশের জয়

সেনাবাহিনীর উদ্যোগে লংগদুতে ফুটবল একাডেমির উদ্বোধন, প্রীতি ম্যাচে সদর একাদশের জয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু ফুটবল একাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে লংগদু সদর একাদশ ০–১ গোলে মাইনীমুখ একাদশকে হারিয়ে জয় লাভ করে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

সভাপতিত্ব করেন একাডেমির আহ্বায়ক ও লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রীতি ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed