মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক মানুষ

মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক মানুষ

মহালছড়িতে সেনাবাহিনীর পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহণ করেন। রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস। তিনি রোগীদের চুলকানি, জ্বর, রক্তস্বল্পতা, ডায়রিয়া, সর্দি-কাশি, দাঁতের ব্যথাসহ নানা রোগের চিকিৎসা দেন।

এ সময় ক্যাপ্টেন অতনু বিশ্বাস বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দুর্গম এলাকার জনগণের পাশে রয়েছে। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় চিকিৎসার অভাব পূরণে এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।