মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরামের চামফাই জেলার সাইখুমফাই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। গত ২৯ আগস্ট আসাম রাইফেলস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, সাইখুমফাই গ্রামের একটি বাড়ি থেকে প্রথমে একটি ১২ বোর রাইফেল, একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযানের পরিধি বাড়ালে সীমান্তবর্তী এলাকায় আরও ভারী অস্ত্র মজুদ থাকার তথ্য পাওয়া যায়।

অভিযানে হেকলার অ্যান্ড কচ (HK G3) অ্যাসল্ট রাইফেল ১টি, স্প্রিংফিল্ড স্নাইপার রাইফেল ২টি, শটগান ২টি, এমএ অ্যাসল্ট রাইফেল ১টি, হ্যান্ড গ্রেনেড ২টি, স্নাইপার রাইফেলের জন্য ৭৫টি বুলেট ম্যাগাজিন, কর্টডেক্স ড্রাম ৩টি, অস্ত্র তৈরির সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট ৩টি, বুলেটপ্রুফ প্লেট ১টি এবং উন্নতমানের স্কোপ ২টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের সাথে উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য ডুংতলাং থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সাইখুমফাই এলাকা মিয়ানমারভিত্তিক বিদ্রোহী সংগঠন চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (CNDF)-এর ঘাঁটির নিকটে অবস্থিত। ধারণা করা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী CDF হুয়ালংরাম ও ফালাম ইউনিটের CNDF সদস্যরা এই এলাকায় অস্ত্র মজুদ করে রেখেছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।