মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার লেমুছড়ি শান্তিপুর বে-সামরিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সবুজায়ন ও পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধিতে গাছের চারা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।
আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী ও চারা তুলে দেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. সামিউল সানি।
তিনি বলেন, “শিক্ষা মানুষকে আলো দেয়, আর গাছ পরিবেশকে বাঁচিয়ে রাখে। আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলা এবং একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সেনাবাহিনী সবসময় এ অঞ্চলের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।