রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু জোনের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় লংগদু জোনের অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোরশেদ।

সঞ্চালনা করেন জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদমাধ্যম কর্মীরা।

এ সময় জোন অধিনায়ক বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবকে সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি তিনি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।