বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
কৌতূহল থেকে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডারের স্ত্রী মোশফেকা মোজাম্মেল সিঁথি, সদর জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
মেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আড়াইশরও বেশি প্রজেক্ট উপস্থাপন করে। পরিবেশ প্রযুক্তি, কৃষি, রোবটিক্স, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা ও স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা দর্শকদের নজর কাড়ে। বিশেষ আকর্ষণ ছিল “বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুলের চিত্রায়ণ” প্রকল্প।
এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “ক্ষুদে বিজ্ঞানী কর্নার” মেলায় বাড়তি মাত্রা যোগ করে। ক্ষুদে উদ্ভাবকেরা তাদের প্রকল্প দেশের ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।” তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।