রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে অগ্নিকাণ্ড, নির্বাপন ও উদ্ধার অভিযানে আনসার

রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে অগ্নিকাণ্ড, নির্বাপন ও উদ্ধার অভিযানে আনসার

রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে অগ্নিকাণ্ড, নির্বাপন ও উদ্ধার অভিযানে আনসার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাজারের একটি হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুকে থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অগ্নিকান্ডের খবর পেয়ে লংগদু আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নবকুমার বিশ্বাসের নির্দেশে দ্রুত এক প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন হয়। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে অগ্নিকাণ্ড, নির্বাপন ও উদ্ধার অভিযানে আনসার

অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমেও অংশ নেয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

স্থানীয়রা জানান, আনসার ব্যাটালিয়নের তড়িৎ ও সাহসী ভূমিকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পেয়েছে। উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসী এ সময় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।