সেনাবাহিনীর কাপ্তাই জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর কাপ্তাই জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর কাপ্তাই জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোন সদর দপ্তরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মশিউর রহমান।

সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিতকরণ, স্থানীয় প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বিঘ্ন রোধ, আসন্ন দুর্গাপূজা ও জাতীয় নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, মব ভায়োলেন্স প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কাপ্তাই জোনের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সার্কেল এএসপি (কাপ্তাই), রাজস্থলী ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, অধিনায়ক ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, পুলিশ ও স্থানীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জোন অধিনায়ক জানান, যেকোন পরিস্থিতিতে সেনাবাহিনী এলাকার সাধারণ জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের মাসিক সমন্বয় সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed