কক্সবাজারে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো মাদকবিরোধী এক সামাজিক সচেতনতা ক্যাম্পেইন। বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ক্যাম্প ও কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

ক্যাম্পেইনে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং মাদক নির্মূলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সামাজিক সচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম।

এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), স্বাস্থ্যকর্মী, কলেজ অধ্যক্ষ, স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ধর্মীয় শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

কক্সবাজারে মাদকবিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবারের দায়িত্বশীল ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা, ধর্মীয় অনুশাসনের প্রতি অনুরাগ এবং সামাজিক প্রতিরোধই পারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠিত হয়।

গঠনের পর থেকেই টাস্কফোর্স সমন্বিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ২০টি মাইক্রোবাস। পাশাপাশি ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed