ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি

ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি

ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের মানুষকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্থানীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার মধ্যে স্বনির্ভরতার উপর জোর দিয়ে এ আহ্বান জানান মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। তার ঠিক আগের দিন রোববার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিলেন মোদি।

রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর, মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। 
 
তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসিসহ মার্কিন ব্র্যান্ডগুলোকে বয়কট করার জন্য প্রচারণা শুরু করেছে, যেগুলো ভারতে অত্যন্ত জনপ্রিয়।
 
‘আমরা প্রতিদিন অনেক পণ্য ব্যবহার করি তা বিদেশে তৈরি, আমরা তা জানিও না। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে।’ সোমবার ব্যাপক ভোক্তা কর হ্রাস বাস্তবায়নের আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন মোদি।
 
মোদি কোনো দেশের নাম উল্লেখ না করেই বলেন, আমাদের ভারতে তৈরি পণ্য কেনা উচিত।

ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যা আমেরিকান ভোগ্যপণ্যের একটি প্রধান বাজার, যা প্রায়শই মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন.কম থেকে পণ্য কেনে।
 
মোদি, দোকানদারদের ভারতে তৈরি পণ্য খুচরা বিক্রির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান এবং যুক্তি দেন যে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক কোম্পানি স্থানীয় পণ্যের প্রচার বৃদ্ধি করেছে।
 
এদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বাণিজ্য আলোচনার জন্য শিগগিরই ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। 
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed