খাগড়াছড়ির ২৯টি পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

খাগড়াছড়ির ২৯টি পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

খাগড়াছড়ির ২৯টি পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুষ্ঠুভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে খাগড়াছড়ি রিজিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

খাগড়াছড়ির ২৯টি পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

তিনি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির ২৯টি পূজা মণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। দুর্গাপূজার উৎসবে সব মানুষ অংশ নেয়, যা পারস্পরিক সম্পর্ককে মজবুত করে।”

বক্তারা জানান, ধর্ম যার যার হলেও উৎসবটা সবার। দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর এই উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।