টঙ্গী সাহারা মার্কেটে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান
![]()
নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেনাবাহিনী উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে, ট্রাফিক নিয়ন্ত্রণে রাখে এবং জনসমাগম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে উদ্ধার কার্যক্রমের গতি বাড়ে।
অবশেষে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগ মোকাবেলা ও জনগণের জান-মাল রক্ষায় তারা সবসময় সচেষ্ট থাকবে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।