চিন্ময় কৃষ্ণ দাসসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবি সনাতনী জাগরণ জোটের

চিন্ময় কৃষ্ণ দাসসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবি সনাতনী জাগরণ জোটের

চিন্ময় কৃষ্ণ দাসসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবি সনাতনী জাগরণ জোটের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট তাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করার আহ্বানও জানায় সংগঠনটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রসেনজিৎ কুমার হালদার। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসসহ সব কারাবন্দিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা এবং বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সনাতনী সম্প্রদায়কে সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি রক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রার্থনাকক্ষের ব্যবস্থা, সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড আধুনিকায়ন এবং ধর্মীয় উৎসবে সরকারি ছুটি বৃদ্ধি।

এ সময় সংগঠনের সদস্য প্রদীপ কান্তি অভিযোগ করেন, ইতোমধ্যে পাঁচটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ৭০০ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে সাতক্ষীরার ৫৫টি মণ্ডপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনি প্রত্যেক পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তার অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed