ভোরের অন্ধকারে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

ভোরের অন্ধকারে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

ভোরের অন্ধকারে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের চান শিকারি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের পুশ ইন করা হয়।

পরে চান শিকারী বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে। অটককৃতদের মধ্যে ছয়জন নারী, ১০ জন পুরুষ ও তিন শিশু রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে| কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫ হতে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাছে হস্তান্তর করে।

পরে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।