বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির মারিশ্যা জোন অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী Elegance এবং Win ব্র্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ৭০ কার্টুন Elegance ও ৫০ কার্টুন Win ব্র্যান্ডের সিগারেট জব্দ করে। কার্টুনগুলো খুলে গণনা করলে মোট ১২০০ প্যাকেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।