মাটিরাঙ্গায় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

মাটিরাঙ্গায় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

মাটিরাঙ্গায় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা সেনা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানার পক্ষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

অনুদান পাওয়া পূজা মণ্ডপগুলো হলো— মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, পৌর ৭ নং ওয়ার্ড বলিটিলা সার্বজনীন শংকর মঠ ও গীত আশ্রম মণ্ডপ, পৌর ২ নং ওয়ার্ড কামিনী মেম্বার পাড়ার সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ব্যাঙমারা সার্বজনীন মণ্ডপ, বেলছড়ি ইউনিয়নের কেন্দ্রীয় শিব, কালী ও জগন্নাথ মন্দির এবং গোমতী ইউনিয়নের কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দুর্গোৎসব উপলক্ষে এ শুভেচ্ছা উপহার আসন্ন উৎসবকে আরও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সহায়তা করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।