রাঙামাটির অসহায় জেলে ফুলেশ্বর চাকমা পরিবারকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন এক অসহায় পাহাড়ি জেলে পরিবারের জন্য নির্মাণ করে দিয়েছে নতুন ঘর।
রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি ছোট্ট দ্বীপে বসবাস করেন জেলে ফুলেশ্বর চাকমা (৪৭)। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে জরাজীর্ণ, ভাঙা-চোরা ঘরে বছর পর বছর কষ্ট করে বেঁচে ছিলেন তিনি। ছেঁড়া জাল পেঁচিয়ে বানানো বেড়া, দরজা-জানালাহীন টালিখানা ঘর, ঝড়-বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ—সবকিছুই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।
এমন মানবেতর জীবনযাপন দেখে কাপ্তাই ১০ আর-ই ব্যাটালিয়ন সরজমিনে খোঁজ নিয়ে ফুলেশ্বর চাকমার জন্য একটি টিনশেড নতুন ঘর নির্মাণ করে দেয়।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার ওই পরিবারের হাতে নতুন গৃহের চাবি তুলে দেন।
চোখ ভেজা কণ্ঠে ফুলেশ্বর চাকমা বলেন, “ভাঙা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে অনেক কষ্ট করেছি। সেনাবাহিনী আমাকে যে নতুন ঘর উপহার দিয়েছে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল কামনা করি।”
এ সময় ১১৫নং মৌজার হেডম্যান সুদীপ দেওয়ান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার। তারা শুধু পাহাড়ের নিরাপত্তাই নয়, অসহায় মানুষের সুখ-দুঃখের সাথেও জড়িয়ে আছেন।”
ইউপি সদস্য মাহামুদুল হক জানান, “এই পরিবারটি বহুদিন জরাজীর্ণ ঘরে দিন কাটিয়েছে। সেনাবাহিনী তাদের যে নতুন ঘর উপহার দিয়েছে, তা সত্যিই মানবিক উদ্যোগ।”
নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনীর অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার বলেন, “অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী সবসময় পাশে থাকে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।