দুর্গাপূজা ঘিরে নেত্রকোণা সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজা ঘিরে নেত্রকোণা সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজা ঘিরে নেত্রকোণা সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় অতিরিক্ত ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির পরিদর্শনকালে নেত্রকোণা -৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, দুই উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আজ থেকে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য থাকবে। কোনো অশুভ চক্র পূজায় যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে এর জন্যে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed