দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার

দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার

দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলায় সেনা টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে মৌলভীবাজার ক্যাম্পের সেনা সদস্যরা আনুষ্ঠানিকভাবে টহল কার্যক্রম শুরু করেন। তারা প্রথমে শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন, পরে শহরের বাইরে বিভিন্ন পূজামণ্ডপেও টহল দেন।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এ প্রেক্ষিতে ১৫ ফিল্ড রেজিমেন্টের অধিনায়কের নেতৃত্বে জেলার সব উপজেলায় টহল জোরদার করা হয়েছে। দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed