কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার শহরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ‘মেজর’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসিফুর রহমান আসিফ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বিকেলে হোটেল-মোটেল জোনের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর দুই পদাতিক ব্রিগেডের ৯ ই বেঙ্গলের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক আসিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকার মোখলেসুর রহমানের ছেলে।

সেনা সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত মেজর পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটক হওয়ার সময়ও তিনি সেনা পরিচালিত রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং সেনা কর্মকর্তাদের জন্য নির্ধারিত ২০ শতাংশ ছাড় দাবি করেন।

সূত্র আরও জানায়, এর আগেও তিনি একাধিকবার সেনা পরিচালিত হোটেল ও রিসোর্টে মেজর পরিচয়ে বিশেষ সুবিধা নিয়েছেন। গত এপ্রিল মাসে সাগর নিবাসে তিন দিন অবস্থানকালে তিনি এফএস কোর্ট পরিহিত এক ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ নিজেকে জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-এডিটর হিসেবে পরিচয় দেন। জানা যায়, তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও উভয় স্ত্রীর সঙ্গেই ছাড়াছাড়ি হয়েছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক কক্সবাজার ভ্রমণে নিয়ে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed