মিয়ানমারে পাচারকালে মাতারবাড়িতে পণ্যসহ ট্রলার ও ট্রাক জব্দ

মিয়ানমারে পাচারকালে মাতারবাড়িতে পণ্যসহ ট্রলার ও ট্রাক জব্দ

মিয়ানমারে পাচারকালে মাতারবাড়িতে পণ্যসহ ট্রলার ও ট্রাক জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাগর পথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মাতারবাড়ি থেকে বাংলাদেশি পণ্য বোঝাই করার সময় একটি কার্গো ট্রলার ও পণ্যবাহী একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর ২টায় কোহেলিয়া নদীর তীরবর্তী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সংলগ্ন পূর্ব পাশে ভিআইপি সড়কের জেটিঘাট থেকে এসব জব্দ করা হয়। মহেশখালী থানার এসআই সুমিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে আনা বিভিন্ন বাংলাদেশি পণ্য কার্গো ট্রলারে বোঝাই করা হচ্ছে– এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে মালামালসহ বোট ও ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক তথ্যে এই বোটের মালিক কুতুবজোম ঘটিভাঙা এলাকার আব্দুল গফুর বলে জানা যায়।

স্থানীয়রা জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল বোঝাই করে সাগর পথে অবৈধভাবে মিয়ানমারে পাচার করে আসছিল একটি চক্র এমন অভিযোগ দীর্ঘদিনের। ঘটিভাঙা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে এসব বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার করে আসছে একটি পাচারকারী চক্র। জব্দকৃত মালামাল কারা পাচার করছে এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই সুমিত বড়ুয়া।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।