নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ এক চোরাকারবারী আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদর্শগ্রাম চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযানে মো. জুবায়ের (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামে।
আটকের সময় জুবায়েরের কাছ থেকে ৩ হাজার ৯৬০ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও জব্দ করা মাদকদ্রব্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।