দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনে সমন্বয় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সদর উপজেলার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজার সময়ে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেনাবাহিনীর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পাহাড় থেকে মফস্বল—সর্বত্রই প্রশংসিত। এ ধরনের সমন্বয় সভা সেই আস্থারই প্রতিফলন।
নিরাপত্তা জোরদার করতে সভায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—মণ্ডপ এলাকায় ব্যাগ চেকিং, সিসি ক্যামেরা সচল রাখা, দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ ও নজরদারি বাড়ানো, এবং অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার নিশ্চিতকরণ।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ ও স্থানীয় কমিউনিটির সমন্বিত উদ্যোগে এবারের দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।