দুর্গম রনিন পাড়া পরিদর্শনে রিজিয়ন কমান্ডার, সেনাবাহিনীর উদ্যোগে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ রুমা জোনের অন্তর্গত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত বম জনগোষ্ঠীর সর্ববৃহৎ পাড়া রনিন পাড়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি রনিন পাড়ায় স্থানীয়দের সঙ্গে সময় কাটান, মতবিনিময় করেন এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ঘোষণা করেন।

এসময় পাড়াবাসী ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে রিজিয়ন কমান্ডারকে বরণ করে নেন।
পরিদর্শনকালে রনিন পাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “কেএনএফ ইস্যুর কারণে পাহাড়ের সাধারণ মানুষের জনজীবনে নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধানে সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পাহাড়ের প্রতিটি মানুষ, বমসহ সব জাতিগোষ্ঠীকে নিরাপদে রাখতে আমরা বদ্ধপরিকর। অবৈধ অস্ত্রধারী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নেও সিভিল প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
রিজিয়ন কমান্ডার রনিন পাড়ার সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে— খেলার মাঠ নির্মাণ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, কমিউনিটি সেন্টারের সংস্কার, ১০ জন এতিম শিশুর এক বছরের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ।

এছাড়া, তিনি রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, পানির ফিল্টার বিতরণ করেন এবং অসহায় পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, বরং সমাজের উন্নয়ন ও মানবিক সহায়তায়ও নিরলস ভূমিকা রাখছে। সেনাবাহিনীর উপস্থিতি পাহাড়ি জনপদে নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা এনে দিয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।