খাগড়াছড়িতে মেডিকেল বোর্ডের রিপোর্টকে ঘিরে চিকিৎসকদের নিয়ে অপপ্রচার: বিএমএ’র তীব্র নিন্দা

খাগড়াছড়িতে মেডিকেল বোর্ডের রিপোর্টকে ঘিরে চিকিৎসকদের নিয়ে অপপ্রচার: বিএমএ’র তীব্র নিন্দা

খাগড়াছড়িতে মেডিকেল বোর্ডের রিপোর্টকে ঘিরে চিকিৎসকদের নিয়ে অপপ্রচার: বিএমএ’র তীব্র নিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাপ্রবাহের (ধর্ষনের অভিযোগ) প্রেক্ষিতে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খাগড়াছড়ি শাখা।

সংগঠনের পক্ষ থেকে শুক্রবার এক লিখিত বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্যবিভাগের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করে এবং সেই রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এ রিপোর্ট প্রকাশের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে এবং এক বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে অসম্মানজনক, কুরুচিপূর্ণ ও অগ্রহণযোগ্য অপপ্রচার চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ভিকটিম ধর্ষণের শিকার হয়েছেন কি-না, তার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই দেন ভিকটিমের জবানবন্দি, পারিপার্শ্বিক অবস্থা, স্বাস্থ্য পরীক্ষা, ল্যাব রিপোর্ট, সাক্ষ্য এবং পুলিশের তদন্তের ভিত্তিতে। চিকিৎসক কেবলমাত্র শারীরিক অবস্থা ও চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করেন। ফলে সরকারি দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের এমন সামাজিকভাবে অপমানিত করা অনভিপ্রেত ও দুঃখজনক।

বিএমএ খাগড়াছড়ি শাখা এহেন হীন কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, চিকিৎসকদের সম্মানহানি করার চেষ্টা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসক সমাজ সবসময় নারী-শিশুসহ সকল প্রকার সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিপক্ষে অবস্থান করে আসছে। তাই মেডিকেল বোর্ডের রিপোর্ট নিয়ে অপব্যাখ্যা না করে সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএমএ খাগড়াছড়ি শাখার সভাপতি ডা. শহীদ তালুকদার এবং সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের বিরুদ্ধে উপজাতি কিছু ফেসবুক পেজ-আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার বেড়ে যাওয়ায় চিকিৎসক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed