পার্বত্য চট্টগ্রামে ভোটকেন্দ্র স্থাপনে প্রশাসনের সহায়তা চায় ইসি
![]()
নিউজ ডেস্ক
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভোটকেন্দ্র স্থাপন ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের পুলিশ ও প্রশাসনের সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইতোমধ্যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের বিশেষ পরিস্থিতির কারণে সবসময় সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। অতীতে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিবর্ষণে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সে কারণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া জরুরি।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত করেছে কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে, যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
গত ১০ সেপ্টেম্বর খসড়া তালিকা প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গত দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।
তিনি আরও বলেন, এবার পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি করে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য প্রতি ৫০০ জনে একটি করে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ। খসড়ায় মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। তবে গত সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে তফসিল। এ লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।