মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ৫৮-ব্যাটালিয়নের অধীনস্থ মাঠিলা এলাকার মেইন পিলার ৫৩-এর কাছে শূন্যরেখা বরাবর দুই ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমমাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রফিকুল আলম ও ভারতের ৫৯-বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমারসহ দুই দেশের ২০ জন স্টাফ অফিসার অংশগ্রহণ করেন।
এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানবপাচার রোধ, গরুপাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।