যৌথ অভিযানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

যৌথ অভিযানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

যৌথ অভিযানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আকাশের সহযোগী ফরিদ উদ্দিন ও রবিনও আটক হয়।

অভিযান-পরবর্তী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশ দীর্ঘদিন ধরে মামলা বানিজ্য, চাঁদাবাজি, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকাশ ও তার সহযোগীরা এক সাংবাদিককে গলা টিপে ধরা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি যৌথ বাহিনীর নজরে আসলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আকাশ বিভিন্ন স্থানে জনসাধারণের সমস্যার সমাধানের নামে চাঁদাবাজি শুরু করে। পাশাপাশি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব তৈরি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করত।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাং ও সংগঠিত চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর এ অভিযানকে স্বস্তি হিসেবে দেখছে স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।