কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী কঠিন চীবরদান উৎসবকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

এসময় বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ অনেক।

এছাড়া দীঘিনালা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক বলেন, “কঠিন চীবরদান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসব শান্তিপূর্ণভাবে ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে পালনের আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।”

সভায় বক্তারা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কঠিন চীবরদান উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।