সর্বস্তরের জনগণের ব্যানারে পার্বত্য চট্টগ্রামে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

সর্বস্তরের জনগণের ব্যানারে পার্বত্য চট্টগ্রামে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

সর্বস্তরের জনগণের ব্যানারে পার্বত্য চট্টগ্রামে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আগামী ১৩ অক্টোবর বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, ভূমি ও প্রশাসনিক বৈষম্য দূরসহ বেশ কয়েকটি দাবিতে এ হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানায়, ব্রিটিশ শাসনামলের ধাঁচে প্রণীত ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ চুক্তি বাতিল করে সংবিধানের আলোকে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

সর্বস্তরের জনগণের ব্যানারে পার্বত্য চট্টগ্রামে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

বিবৃতিতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় দেশের অন্যান্য জেলার মতো ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি বাজার ফান্ড ফ্ল্যাট লিজের মেয়াদ ১১ বছর পর্যন্ত বৃদ্ধি, বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু এবং উন্নয়নের স্বার্থে ইটভাটা, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ দিতে হবে।

এছাড়া জমি ক্রয়-বিক্রয়, চাকরি, শিক্ষা ও বাজারব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়।

সংগঠনটি দাবি করেছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বে প্রত্যাহারকৃত ২৪টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা জরুরি। একইসঙ্গে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণসহ সহিংস কর্মকাণ্ড বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির বিবৃতিতে তিন পার্বত্য জেলার সর্বস্তরের জনগণকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল সফল করার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।