লংগদুতে ক্যান্সার আক্রান্ত মা ও দরিদ্র ছাত্রীকে সহায়তা করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় ক্যান্সারে আক্রান্ত এক অসহায় মা পেলেন চিকিৎসার জন্য আর্থিক অনুদান, আর এক দরিদ্র পাহাড়ি কলেজছাত্রী পেলেন পড়াশোনার উপকরণ ও পোশাক।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ নিজ হাতে এই অনুদান ও সহায়তা প্রদান করেন।
ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র পরিবারের এক মেধাবী পাহাড়ি কলেজছাত্রীকে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে পাঠ্যপুস্তক ও কলেজ ড্রেস প্রদান করা হয়।
সহায়তা পাওয়ার পর ক্যান্সার আক্রান্ত মা ও ছাত্রী উভয়েই আবেগাপ্লুত হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই সহযোগিতা আমাদের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে।”
অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। এখানে কোনো জাতিগত বা সামাজিক ভেদাভেদ নেই— আমরা সবাই একই সমাজের অংশ। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতেই সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
এই মানবিক সহায়তা কর্মসূচিকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সেনাবাহিনীর এসব উদ্যোগ শুধু অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক আস্থার পরিবেশও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।