থানচিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ উপজাতি অস্ত্র ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তাঞ্চলে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) ও তার সহযোগী রুইহং ম্রো (৬০) গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবির বলিপাড়া জোন (৩৮ বিজিবি) সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র পাচার রোধে জোন অধিনায়কের নেতৃত্বে সেনা ও বিজিবির সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। ওই টাস্কফোর্সের নিয়মিত অভিযান চলাকালে গত ১৮ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে ওয়েবার ত্রিপুরাকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। এতে ওয়েবার ত্রিপুরার সহযোগী রুইহং ম্রোকে আটকসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ৩০ রাউন্ড এ্যামুনিশন, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, মর্টারের গোলার বক্স, দুটি গাদা বন্দুক, দুটি মোবাইল ফোন এবং একটি কৃষি ব্যাংকের চেক বই।
অভিযান শেষে আটক ব্যক্তিদের থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বলিপাড়া জোন সূত্র জানায়, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বলিপাড়া জোন দীর্ঘদিন ধরে আপোষহীনভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।