কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় ভিন্ন দুইটি অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং একইদিন দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বুড়িচং ও পাঁচতোবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১ হাজার ৭১৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *