মণিপুরে মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার করেছে আসাম রাইফেলস
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চান্ডেল জেলায় মিয়ানমারভিত্তিক এক সশস্ত্র সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস। বুধবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাহিনীটি।
বিবৃতিতে জানানো হয়, গত ১৮ অক্টোবর ভারত-মিয়ানমার সীমান্তবর্তী সাজিক তাম্পাক এলাকার কাছে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হয় মিয়ানমারভিত্তিক ইউনাইটেড ট্রাইবাল ভলান্টিয়ার্স গ্রুপ (UTVG)-এর সদস্য হিসেবে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র সদস্যদের প্রবেশের একটি প্রচেষ্টা সফলভাবে নস্যাৎ করা হয় বলে জানায় আসাম রাইফেলস।
গ্রেপ্তার দুই ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মণিপুরের চাকপিকারং থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘর্ষে এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।