আরব সাগরে ১ বিলিয়ন ডলার মূল্যের মাদক জব্দ করল পাকিস্তানের নৌবাহিনী

আরব সাগরে ১ বিলিয়ন ডলার মূল্যের মাদক জব্দ করল পাকিস্তানের নৌবাহিনী

আরব সাগরে ১ বিলিয়ন ডলার মূল্যের মাদক জব্দ করল পাকিস্তানের নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে কাজ করা পাকিস্তানি নৌবাহিনী আরব সাগরের মধ্য দিয়ে যাওয়া দুটি জাহাজ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনাকারী নৌবাহিনী সিএমএফ এক বিবৃতিতে এ অভিযানের কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি পৃথক অভিযানে নৌকাগুলোকে আটক করে এবং ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। ১৮ অক্টোবর ক্রুরা প্রথম নৌকায় উঠে ২ টনেরও বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন’ (আইসিই) জব্দ করে, যার আনুমানিক মূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। ৪৮ ঘণ্টারও কম সময় পর ক্রুরা দ্বিতীয় নৌকায় ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইসিই এবং ১০ কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, জাহাজগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি আরবের নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফের জন্য সবচেয়ে সফল মাদকদ্রব্য জব্দের মধ্যে একটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের একটি নৌ অংশীদারিত্ব, যা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যাতে চোরাচালান রোধ করা যায়।

একটি পৃথক বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি তুলে ধরে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed