নানিয়ারচরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম জাহানতলী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে নানিয়ারচর সেনা জোন। বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত জাহানতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান এর নেতৃত্বে সেনাবাহিনীর মেডিক্যাল টিম সাধারণ মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
জাহানতলী ও আশপাশের এলাকা পাহাড়ি ও দুর্গম হওয়ায় এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয়রা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে আনন্দিত হন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকায় চিকিৎসা সুবিধা প্রায় নেই বললেই চলে। সেনাবাহিনীর এই মেডিক্যাল ক্যাম্প আমাদের জন্য বড় সহায়তা।”
নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।
তারা আরও বলেন, “এই উদ্যোগ স্থানীয় জনগণের সাথে সেনাবাহিনীর পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, মানুষের মনেও নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি জাগায়। আমরা চাই এই উদ্যোগ আরও নিয়মিত হোক।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।