বাঘাইছড়িতে জেলা পরিষদের প্রকল্পে বৈষম্যের অভিযোগে নাগরিক পরিষদের মানববন্ধন

বাঘাইছড়িতে জেলা পরিষদের প্রকল্পে বৈষম্যের অভিযোগে নাগরিক পরিষদের মানববন্ধন

বাঘাইছড়িতে জেলা পরিষদের প্রকল্পে বৈষম্যের অভিযোগে নাগরিক পরিষদের মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নাগরিক পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মো. মহিউদ্দিন।

বাঘাইছড়িতে জেলা পরিষদের প্রকল্পে বৈষম্যের অভিযোগে নাগরিক পরিষদের মানববন্ধন

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান। এসময় আরও বক্তব্য দেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।

বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেলেও প্রকল্পগুলোর সুবিধা কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ফলে উপজেলার বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে।

তারা বলেন, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি বরাদ্দেও বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে। জেলা পরিষদের আওতাধীন কফি ও কাজু বাদাম চাষ প্রকল্পে ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধু পাহাড়িদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যা ন্যায্য বণ্টনের পরিপন্থী।

বাঘাইছড়িতে জেলা পরিষদের প্রকল্পে বৈষম্যের অভিযোগে নাগরিক পরিষদের মানববন্ধন

বক্তারা আরও অভিযোগ করেন, “বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরাম”কে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বাজেট প্রদান করা হয়েছে কোন যুক্তিতে— তা পরিষ্কার নয়। তারা বলেন, এই বরাদ্দ অন্যায়ভাবে প্রদান করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিলের আল্টিমেটাম দেন।

নাগরিক পরিষদের নেতারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মধ্যে সরকারি বরাদ্দ সমানভাবে বণ্টন করতে হবে। তা না হলে জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে বক্তারা বলেন, “২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমন বৈষম্যমূলক বণ্টন আশা করিনি। উন্নয়নের নামে একপেশে সুবিধা বণ্টন শুধু সামাজিক বিভাজন বাড়াবে, ঐক্য নয়।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed