খাগড়াছড়ি সীমান্তে ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল ও অস্ত্র উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়িতে কঠোর নজরদারি, টহল ও অভিযানে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত নয় মাসে মাদক, অস্ত্র, গুলি ও বিভিন্ন চোরাচালানের মালামাল উদ্ধারসহ ২৭ জনকে আটক করেছে সংস্থাটি। দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার যামিনী পাড়া (২৩ বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের ৫৪০ কিলোমিটার এলাকায় নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের বিজিবি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।”
তিনি জানান, এই রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান, টহল ও নজরদারি চালাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন অভিযানে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।
লে. কর্নেল খালেদ ইবনে হোসেন বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ এখন প্রায় শূন্য পর্যায়ে নেমে এসেছে। সীমান্তে সক্ষমতা বাড়াতে নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) স্থাপনসহ পাহাড়ে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
- ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি,
- গান পাউডার,
- ১ হাজার বোতল বিদেশি মদ,
- ৩৩০ কেজি গাঁজা,
- ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট,
- ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল।
এছাড়া বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজিও জব্দ করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে শান্তি বজায় রাখা, চোরাচালান দমন এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি রক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
লে. কর্নেল খালেদ ইবনে হোসেন বলেন, “চোরাচালান ও সীমান্ত অপরাধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে, বিজিবি তা যেকোনোভাবে প্রতিহত করবে।”
প্রেস ব্রিফিংয়ে ২৩ বিজিবির সহকারী পরিচালক আবুল লেইচসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।