অযোধ্যা এলাকায় কিশোরী ধর্ষণ মামলায় ৩য় আসামী রিমন ত্রিপুরা পুলিশের হাতে আটক

অযোধ্যা এলাকায় কিশোরী ধর্ষণ মামলায় ৩য় আসামী রিমন ত্রিপুরা পুলিশের হাতে আটক

অযোধ্যা এলাকায় কিশোরী ধর্ষণ মামলায় ৩য় আসামী রিমন ত্রিপুরা পুলিশের হাতে আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১৪ বছরের পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকা থেকে রিমন ত্রিপুরা (২২)-কে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিমন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, “আসামি সিএনজি চালিত অটোরিকশায় পালানোর চেষ্টা করছিল, এ সময় আমরা তাকে আটক করতে সক্ষম হই।”

গ্রেফতারকৃত রিমন ত্রিপুরা গোমতি ইউনিয়নের উদয় কুমারপাড়া এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে।

ওসি আরও জানান, ধর্ষণের আলামত নিরূপণের জন্য ভুক্তভোগী কিশোরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আটককৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার অযোধ্যা এলাকায় স্থানীয় কালি মন্দিরে আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে গেলে ওই কিশোরীকে একই সম্প্রদায়ের চার যুবক জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ২২ অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে চার যুবকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেফতার হয়েছে বলে পুলিশ জানিয়েছে, বাকি এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed