সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, সাম্প্রতিক ধর্ষণ মামলা এবং সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু চত্বরে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শুক্রবার বিকেল ৪টায় আয়োজিত এই সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাজাপ্রাপ্ত ইউপিডিএফ নেতাকর্মী মাইকেল চাকমাকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানানো হয়। পাশাপাশি পাহাড়ে সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠী নিষিদ্ধ এবং সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের বিচারের দাবিও তুলে ধরা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন এবং পরিচালনা করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ।

May be an image of one or more people and text that says "মম মম 8 គ្នរាបមរាន শিক্ষা সম্প্রীতি খাগড়াহড়ি অভ্ত্রি বিসমিল্লাহির রাহমানির রাহিম সংগ্রাম মুক্তি পकার ইন্ধনদাতা, হৃত্যা, চাঁদাবাজি, বে-আইনি অন্ত্রের ব্যাবসায় সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে অবিলম্বে। গ্রেপ্তার করে X বিক্ষোভ বিচার করার দাবিতে সমাবেশ አአል ২৪ই অক্টোবর ২০২৫ং রোজ শুক্রবার বিকাল: 8 ঘটিকায় স্ানঃ রাজু ভাঙ্র্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজনেঃ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি"

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরিতে ইউপিডিএফ ও এর সন্ত্রাসী নেটওয়ার্কের ভূমিকা রয়েছে। মাইকেল চাকমার বিরুদ্ধে খুন, গুম, মাদক ও অবৈধ অস্ত্র বাণিজ্যসহ নানা অপরাধের প্রমাণ পাওয়া সত্ত্বেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আদালতের রায়ে ৮ বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার পরও তার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারীকে গণধর্ষণ ও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার উল্লেখ করে তারা বলেন, স্থানীয় প্রথার নামে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা ও একটি শুকর প্রদানের মাধ্যমে বিচার করার চেষ্টা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বক্তারা প্রশ্ন তোলেন, “এ ঘটনায় প্রশাসন ও মানবাধিকার কর্মীরা নীরব কেন? আইন অনুযায়ী বিচার কি পাহাড়ের মানুষও পাবে না?”

সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

এছাড়া বাঘাইছড়ি উপজেলার আমতলীতে সোমবার রাতে স্থানীয় বাঙালি পরিবারের ঘর ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও প্রশাসনের ওপর হামলা বন্ধে যৌথ বাহিনীর অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনে নতুন সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি মো. রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সম্প্রীতি ঐক্য জোটের সমন্বয়ক থোয়াই চিং মং চাক, ঢাকা মহানগর দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান জাকির, অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ পারভেজসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা পাহাড়ে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed