৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে গলফ খেলার প্রসার ও মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই সফল আয়োজনের সঙ্গে যুক্ত আয়োজক ও স্পনসরসহ সবাইকে ধন্যবাদ জানান।

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ৬৬২ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন চ্যাম্পিয়ন, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানারআপ এবং লেডিস ক্যাটাগরিতে মিসেস জিন সুক ইউন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিযোগী গলফার এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।