খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের চাঁদাবাজ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের পক্ষে অবৈধভাবে চাঁদা আদায় করার অভিযোগে সৈয়দ মাহবুব রহমান (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে সেনাবাহিনীর পানছড়ি সাব জোনের বিশেষ অভিযানে উপজেলার দমদম গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক মাহবুব রহমান দমদম গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মাহবুবের কাছ থেকে এক লাখ টাকা এবং চাঁদা আদায়ে ব্যবহৃত একাধিক রসিদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের হয়ে অবৈধভাবে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।

পরবর্তীতে আইনগত ব্যবস্থার জন্য তাঁকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “আটক সৈয়দ মাহবুব রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, পার্বত্য এলাকায় অবৈধ চাঁদা আদায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি বড় আয়ের উৎস। এসব গোষ্ঠী চাঁদার অর্থ দিয়ে অস্ত্র সংগ্রহ, সন্ত্রাসী কার্যক্রম এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযানে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পানছড়ি ও আশপাশের এলাকায় বিভিন্ন সশস্ত্র সংগঠনের নামে বাণিজ্যিক প্রতিষ্ঠান, পরিবহন ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চাঁদা প্রদানের চাপ থাকে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সেনাবাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে কঠোর অবস্থান ধরে রাখবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed