স্বজাতি কর্তৃক পাহাড়ি নারী গণধর্ষণ ও প্রথাগত বিচারের নামে ধামাচাপার প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
স্বজাতি কর্তৃক সংঘটিত গণধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের দাবি এবং স্থানীয় কার্বারিদের প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার বিরোধিতা জানিয়ে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
আজ সোমবার সকাল ১১টায় শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী এবং পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সময়ে পার্বত্য জনপদে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অথচ এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় না এনে স্থানীয় কিছু কার্বারি টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন।
পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ বলেন, “ধর্ষণ একটি জঘন্য অপরাধ। অথচ কাপ্তাইয়ের ঘটনায় ধর্ষকদের মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা ও ১০ লিটার চোলাই মদ দিয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছে, যা অমানবিক, লজ্জাজনক এবং ভুক্তভোগীর প্রতি চরম অবমাননাকর।” তিনি এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারিক আদালতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন, পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরীসহ স্কুল–কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রথাগত বিচার ব্যবস্থার অপব্যবহার এবং অপরাধীদের দণ্ডমুক্তির অভিযোগ রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।