কুশি নগর বন বিহারে কঠিন চীবর দান উৎসবে আর্থিক সহযোগিতা প্রদান করল লক্ষীছড়ি জোন
![]()
নিউজ ডেস্ক
কঠিন চীবর দান উৎসব ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার কুশি নগর বন বিহারে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার মেজর সাদ বিন সাঈদ।

তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, “কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে।”
তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং বলেন, সেনাবাহিনী সবসময় পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনগণের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহযোগিতা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও ধর্মীয় উৎসবগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা এখন স্থানীয় ঐক্য ও উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।